Tuesday, August 16, 2011

বুঝবেন কিভাবে কোন ফাইল ফরম্যাটের জন্য কোন সফটওয়্যারটি দরকার? সাথে সেই সফটওয়ারের ডাউনলোড লিঙ্ক

কোন ফাইলের নামের শেষে এক্সটেন্সান দেখেই আমরা চিনতে পারি, সেটা কোন ধরনের ফাইল। যেমনঃ .DOC,PNG,MP3 ইত্যাদি ।
এই এক্সটেন্সানগুলো দ্বারা আমরা বুঝতে পারি, কোন প্রোগ্রাম দিয়ে ফাইল গুলা রান করা যাবে। যেমনঃ mp3 ফাইল রান করার জন্য আমরা সাধারণত Windows media player, VLC, media player classic ইত্যাদি সফটওয়্যার ইউস করে থাকি । কিন্তু অনেক সময় windows কিছু অপরিচিত ফাইল ওপেন করতে পারেনা, যেগুলো আমাদের অনেক সময় ভাবনায় ফেলে দেয় । আজকে এমন একটা উপায় বলবো যেটা আপনার এই কাজটি সহজ করে দিবে।

১. প্রথমে নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
ডাউনলোড লিঙ্ক
২. তারপর, আপনি যে ফাইলটি খুলতে পারছেন না, সেটার উপর Right ক্লিক করে 'OpenWith.org - How do I Open This?' সিলেক্ট করুন।
৩. আপনার ফাইলটি রান করার জন্য কি সফটওয়্যার প্রয়োজন, ডাউনলোড লিঙ্কসহ দেখতে পাবেন।



বিস্তারিত »

পেনড্রাইব থেকে ইন্সটল করুন Windows XP

অনেক দিন থেকে এই ব্যাপারটা শেয়ার করার ইচ্ছে ছিল, কিন্তু ব্যাস্ততার কারণে এর করা হয়নি। যাদের CD ROM নষ্ট কিংবা যারা নোটবুক ব্যাবহার করেন তারা এক্সপি ইন্সটল করতে সমস্যায় পড়েন । তাই, তাদের জন্য পেনড্রাইভ শেষ ভরসা। তাহলে, আসুন জেনেনি কিভাবে পেনড্রাইভ থেকে উইন্ডোজ ইন্সটল করবেন।

১.প্রথমে আপনার পেনড্রাইভটি ফরম্যাট করে নিন।
২. তারপর, নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি নামিয়ে নিন।
download link
৩. এখন, zip ফোল্ডারটি ওপেন করে WinToFlash.exe নামক ফাইলটি ডাবল ক্লিক করে সফটওয়্যারটি রান করে Advanced mode ট্যাবটি সিলেক্ট করুন। 

৪. এখন,Task অপশন থেকে Transfer Windows XP/2003 setup to USB drive, সিলেক্ট করে Run এ ক্লিক করুন ।
৫. এখন, Windows source path আর ঘরে, যেখানে উইন্ডোজ এক্সপি আছে সেই ড্রাইভটি (যেখানে i386 ফোল্ডারটি আছে) এবং
USB drive আর ঘরে, আপনার পেনড্রাইভটি দেখিয়ে দিন।

৬. Run এ ক্লিক করুন ।
৭..I Accepted the terms of the license agreement, সিলেক্ট করে Continue ক্লিক করুন।
৮. একটা warning উইন্ডো খুলবে, ok করে, ট্রান্সফার শেষে finished আসলে ok করুন।
ব্যাস , আপনার কাজ শেষ, এখন এটা দিয়ে ইন্সটল করুন উইন্ডোজ এক্সপি। 
বিস্তারিত »

Monday, August 15, 2011

যাচাই করুন আপনার facebook এ আপনার ব্যক্তিগত গোপনীয়তা

সামাজিক যোগাযোগের (সোশ্যাল নেটওয়ার্কিং) জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের ব্যক্তিগত গোপনীয়তা নীতি সহজ করার জন্য  গত বছরের শেষ দিকে ফেসবুক গোপনীয়তা পরিবর্তনের ব্যাপারে বেশ কিছু পরিবর্তন এনেছিল। এর পরও ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের ওয়েবসাইটের মাধ্যমে ছড়িয়ে পড়ায় এ ব্যাপারে অনেক ব্যবহারকারী অভিযোগ রয়েছেন।

ফেসবুকের প্রাইভেসি সেটিংস এর মাধ্যমে আপনি আপনার ব্যাক্তিগত গোপনীয়তা রক্ষা করতে পারেন খুব সহজে। কিন্তু তার আগে জেনে নিন আপনার গোপনীয়তার স্কোর ...
আপনার স্কোর জানতে নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ 
 
১. প্রথমে, নিচের লিঙ্ক এ ক্লিক  করুন
    2.তারপর, আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ লগিন করে, ডানে সবার উপরে "Profile" এ ক্লিক করুন। এখন address bar এ যে URL টা পাবেন সেটা কপি করে, আগের পেজের Facebook profile URL বাক্স এ paste করুন।
    ৩.Check profile এ ক্লিক করে আপনার result জেনে নিন।
    এবং আপনার জন্য কোন সাজেসান্স থাকলে তা দেখতে পাবেন।

    বিস্তারিত »

    কপি করুন আরও দ্রুত মাত্র ১০০ কেবির ছোট একটা সফটওয়্যারের সাহায্যে



    আমাদের প্রায়সময় কম্পিউটারে কাজ করার সময় কিছু না কিছু কপি করতে হয়। যারা মোবাইল এর দোকানে কাজ করেন তাদের কথা এর নাই বললাম। তাদেরকে সবসময় mp3, software,video , ইত্যাদি ফাইল কপি করে দিতে হয় কাস্টমারের মেমোরিতে। দিনে দিনে মেমোরির ধারন ক্ষমতা বাড়ার কারণে কপি করার কাজ ও বৃদ্ধি পাচ্ছে। কপি করার কাজ যত তাড়াতাড়ি শেষ করা যায়,  তত তাড়া আমাদের র‍্যাম এর উপর চাপ কমে যায়। তাই, আপনাদের এমন একটা সফটওয়্যার এর সাথে পরিচয় করাতে যাচ্ছি , যেটা কপি করার কাজটি দ্রুত সম্পাদন করবে। মজার ব্যাপার হচ্ছে, এই সফটওয়্যারটি মাত্র ১০০ কেবি ।
    ডাউনলোড করতে নিচের লিঙ্ক এ ক্লিক করুনঃ

    click here

    বিস্তারিত »

    মন খারাপ, মন ভালো করতে চান? কাজ অথবা পড়ালেখার কারণে একঘেয়েমি চলে আসছে? তাহলে আসেন কিছুক্ষণের জন্য প্রকৃতিতে হারিয়ে যায়।




    মানুস হিসাবে আমাদের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক । আবার অনেক কাজের চাপ, কিংবা পড়ালেখার চাপ আমাদের মধ্যে একঘেয়েমি সৃষ্টি করে। তাই, আমাদের রিফ্রেশ হওয়া খুব দরকার হয়ে পড়ে।নিজেকে রিফ্রেশ করার জন্য ইচ্ছে করে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে।  কিন্তু ,চাইলেও কিছু কারণে নিজেকে প্রকৃতির মাঝে সপে দিতে পারিনা। তাছাড়া, প্রকৃতিকে ভালবাসেনা এমন মানুষ পাওয়া দুস্কর।

    আসেন, ঘরে বসেই হারিয়ে যায় প্রকৃতির মাঝে। আজ এমন একটা সাইট এর সাথে পরিচয় করিয়ে দিব, যেখানে আপনি পাবেন অনেক ধরনের প্রাকৃতিক শব্দ। আপনি চাইলে এগুলো শুনে শুনে পড়ালেখা , কাজ করতে পারেন, এমন কি রাতে ঘুমানোর সময়ও শুনতে পারেন । যারা, মেডিটাশন করেন তাদের খুব কাজ দিবে বলে আমার ধারনা। এই সাইট এর বড় সুবিধা হল, আপনি চাইলে সাউন্ডগুলো ডাউনলোডও করতে পারেন, এবং, কয়েক ধরনের সাউন্ড একসাথে উপভোগ করতে পারেন।
    যাচাই করতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন

    Click here


    বিস্তারিত »

    আসুন জেনেনি আমাদের কম্পিউটারের প্রতিটি হার্ডওয়্যারের বিস্তারিত তথ্য

    আসসালামু আলাইকুম,
    কেমন আছেন সবাই? আশা করি  এই রহমতের মাসে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন।
    অনেক দিন পরে লিখতে বসলাম, ব্যস্ততার কারণে সবসময় বসা হয়না।

    আমাদের বিভিন্ন কারণে কম্পিউটারের প্রতিটি হার্ডওয়্যার সম্পর্কে বিস্তারিত জানা আবশ্যক হয়ে পড়ে। বিশেষ করে যারা পুরাতন কম্পিউটার কিনতে চান, তাছাড়া নতুন কম্পিউটার এর ক্ষেত্রেও দেখা যায়, দোকানি বলছিল একরকম, কিন্তু বাসায় এসে দেখেন অন্যরকম।
    অথবা, কোন হার্ডওয়্যার আপডেট করতে চাইলেও আমাদের অন্যান্য হার্ডওয়্যার (বিশেষ করে মাদারবোর্ড ) সম্পর্কে জানা খুব প্রয়োজন হয়। 
    আজকে এমন একটা সফটওয়্যার সম্পর্কে বলতে যাচ্ছি যেটাদ্বারা আপনি খুব সহজে পেয়ে যাবে সব হার্ডওয়্যার এর বিস্তারিত তথ্য। যে যে তথ্যগুলো পাবেন এই ছোট সফটওয়্যার এর সাহায্যেঃ আপনার IP সহ আরও অনেক কিছু............ 
       

        CPU Model
        RAM
        Motherboard Model
        Speed & Size of Your Hard Drive
        Monitor
        Installed OS
        Graphics Card (GeForce, Radeon, etc.)
        Temperature of your CPU, Graphics Card and Hard Drive
        Optical Drives
        Audio
        Peripherals (Mouse, keyboard, etc.)
        Network

     ডাউনলোড করতে নিচের লিঙ্ক এ ক্লিক করুনঃ
    Click here

     
    বিস্তারিত »

    Sunday, August 14, 2011

    যেকোনো Website এর বাংলা লেখা স্পষ্টভাবে পড়তে .....................

                       link
                 link



    বিস্তারিত »

    Msconfig utility ব্যাবহার করে বাড়িয়ে নিন আপনার কম্পিউটারের স্পীড ......


     আমরা যখন কম্পিউটার চালু করি,শুরুতেই কিছু প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে ওপেন হয়ে যায়, এগুলো দুই ধরনের হতে পারে,
    ১. কিছু  প্রোগ্রাম  যা আপনার সিস্টেম ঠিকমত চলার সাথে সম্পর্কিত 
    ২.আর কিছু প্রোগ্রাম যা আপনার সিস্টেম আর সাথে সরাসরি সম্পর্কিত না।
     সুতরাং, একইসাথে যতও কম প্রোগ্রাম রান করবে, আপনার কম্পিউটার তত ভালো স্পীড এ রান করবে।
    তাই, আমরা Start up প্রোগ্রাম এর সংখ্যা কমিয়ে, আমাদের কম্পিউটারকে আরও দ্রুত করতে পারি। এটা করার মাধ্যমে আপনার কম্পিউটার চালু হবে আরও দ্রুত...............
    Msconfig utility ব্যাবহার করার জন্য নিচের পদ্ধতি গুলো অনুসরণ করুনঃ
    • প্রথমে "Start" বাটন এ ক্লিক করে "Run" কমান্ড চালু করুন। এবং  msconfig টাইপ করে Enter বাটন চাপুন।











            "System configuration utility" নামক একটা উইন্ডো খুলবে, যেখানে নিচের মত কয়েকটা ট্যাব থাকবে।
              General,  System.ini,  Win.ini,  Boot.ini, Services, Startup






     তারপর, Startup ট্যাব এ ক্লিক করুন।এখানে সব প্রোগ্রামের লিস্ট দেখতে পাবেন,  অপ্রয়োজনীয় প্রোগ্রাম গুলো থেকে ঠিক চিহ্ন তুলে দিন। 


    •  তারপর, Startup ট্যাব এ ক্লিক করুন।এখানে সব প্রোগ্রামের লিস্ট দেখতে পাবেন, সেখান থেকে অপ্রয়োজনীয়  প্রোগ্রাম গুলো থেকে ঠিক চিহ্ন তুলে দিন। এবং  Apply বাটন এ ক্লিক করুন। 
    • এখন, "Service" ট্যাব এ ক্লিক করুন, সেখানে চলমান windows services গুলো দেখতে পাবেন।



    নিচের দিকে " Hide All Microsoft Services" এ অপশন টা মার্ক করে, যে service গুলো অবশিষ্ট থাকবে সেখান থেকে অপ্রয়োজনীয় service গুলো uncheck করে দিন।  এখন Apply বাটন এ ক্লিক করে বেরিয়ে আসুন .........


           
                    
    বিস্তারিত »

    Monday, May 30, 2011

    Windows XP ইন্সটল করুন মাত্র ১০-১৫ মিনিটে...


    আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? 

    আমি আজ আপনাদের সাথে কিভাবে আমরা মাত্র ১০-১৫ মিনিটের মধ্যে এক্সপি ইন্সটল করতে পারব তা শেয়ার করতে যাচ্ছি ।এই টিপসটি তাদের জন্য খুব কাজে আসবে যারা বারবার এক্সপি ইন্সটল করেন। আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছ থেকে যারা এই ব্যাপারটা আগে থেকেই জানেন। তো শুরু করা যাক ????
     ১. প্রথমে, উইন্ডোজ এক্সপি সিডি দিয়ে বুট করুন।
    ২. প্রয়োজনীয় file গুলো লোড হওয়ার পর, partition সিলেক্ট করার জন্য অপশন আসবে। "C" সিলেক্ট করুন।
    ৩. এখন Format করুন NTFS অথবা FAT32 দ্বারা।
    ৪. Format সম্পূর্ণ হলে Enter চেপে রিস্টার্ট করুন।
    রিস্টার্ট হওয়ার পর একটা স্ক্রীন আসবে যেখানে সম্পূর্ণ হতে ৪০ মিনিট উল্লেখ থাকবে।
    ৫. এবার SHIFT + F10 চাপুন।  তাহলে command prompt খুলবে। 
    ৬. Taskmgr লিখে এন্টার দিন। Task manager ওপেন হবে।
    ৭. Process Tab ওপেন করে Setup.exe খুঁজে বের করুন।
    ৮.  Setup.exe এর উপর right click করে প্রথমে Set Priority তারপর High অথবা Above Normal সিলেক্ট করুন। 
    ব্যাস, কাজ শেষ। কোন প্রশ্ন থাকলে মন্তব্য করতে পারেন..................


    বিস্তারিত »

    Wednesday, May 25, 2011

    নিজের dekstop দিয়েই প্রকাশ করুন মনের ভাব.....................

    নিচের ছবিটি লক্ষ্য করুনঃ
    সাধারনত, আমাদের কম্পিউটার এর আইকন গুলো এই অবস্থায় মূর্তির মতো থাকে।
    এবার একটু নিচের ছবিগুলো লক্ষ্য করুনঃ






    <এই ছবিগুলো কেমন জীবন্ত তাইনা?
    সাধারনত ডেক্সটপ এর আইকন গুলো লম্বালম্বিভাবে সাজানো থাকে। এর এগুলো সবসময় মূর্তির মতো দাড়ায় থাকে। কেমন হয়, এই আইকন গুলোকে যদি সাজানো যায় নিজের মনের মতো করে এবং যদি এগুলো মূর্তির মতো দাড়ায় না থেকে অটোমেটিক নড়াচড়া করে । যেমন, এগুলো দিয়ে যদি বানাতে পারি, হার্ট, ক্লক, স্টার ইত্যাদি ইত্যাদি।

    সুতরাং, আমি ছোট একটা সফটওয়্যারকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, যেটা আপনার ডেস্কটপকে জীবন্ত করার কাজটি করে দিবে। মাত্র ৭২৩কে বি এই সফটওয়্যার টি ডাউনলোড করতে পারেন নিচের লিঙ্ক থেকে। আর দেখুন এই ছোট সফটওয়্যার এর যাদু। সুতরাং, ডেক্সটপ দিয়েই প্রকাশ করুন মনের ভাব।

    http://www.mediafire.com/?07hwqg4glug0imn

    কোন প্রশ্ন থাকলে, মন্তব্য করতে পারেন। ইনশাল্লাহ উত্তর দেয়ার চেষ্টা করবো। ভালো থাকুন.....................
    বিস্তারিত »

    Thursday, April 21, 2011

    ইন্টারনেটের স্পীড বাড়াবেন নাকি ?????????????????????

    অপেক্ষায় থাকুন.....................

    বিস্তারিত »

    সেরা ১০ টি anti virus লিঙ্ক সহ............

    Anti virus এর মধ্যে কোনটি সেরা এটা নির্ণয় করা আসলেই অনেক কঠিন কাজ।
    সেরা নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো বিবেচনা করি তা হল technology, stealth, speed, price, support, configuration ইত্যাদি। Anti virus নির্বাচনের ক্ষেত্রে বর্তমানে আমরা যে ব্যাপারটা মাথায় রাখি তা হল speed,এবং ব্যাবহার প্রণালী। নিচে সেরা কয়েকটি Anti virusএর লিঙ্ক দেয়া হল। দেখেনতো আপনার কোনটা লাগবে??????????
     প্রথমে Trial version ব্যাবহার করে দেখতে পারেন। তারপর যেটা ভালো লাগে সেটার full version ব্যাবহার করুন। কারণ সাধারনত Trial version গুলোতে  কিছুটা limitations থাকে..................

    সুতরাং আপনার পছন্দেরটি ডাউনলোড করে নিন এখনই
    1. Bitdefender
    2.  Norton 
    3. F-Secure  
    4. ESET NOD32 Antivirus  
    5. kaspersky 
    6. TrendMicro Titanium Security
    7. panda
    8. AVG Antivirus
    9. G Data Antivirus
    10. ZoneAlarm Antivirus 
    আরও কয়েকটি Antivirus  এর ডাউনলোড লিঙ্ক

     বি দ্রঃ   সেরা ১০  www.devduff.com এর নির্বাচন অনুসারে
    বিস্তারিত »

    খুব সহজে জেনে নিন গত দিনগুলোতে আপনার কম্পিউটার কতক্ষন অন ছিল।


    এটা এমন একটা সফটওয়্যার যেটা দিয়ে আপনি গত দুই সপ্তাহে দিনে কত ঘণ্টা  করে আপনার কম্পিউটার  অন ছিল, কোন প্রোগ্রাম কত % রান করছিল ইত্যাদি জানতে পারবেন...
    ডাউনলোড করতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।
    link

    সফটওয়্যার টি ভালো লাগলে প্লিজ মন্তব্য করবেন........................

    বিস্তারিত »

    "চলে গেছো তাতে কি" গানটির নতুন ভার্সন ( জটিল জিনিস, না শুনলে মিস করবেন)

    "চলে গেছো তাতে কি" গানটির দুটি নতুন ভার্সন নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন............
     ১.  DJ version
    ২. Female version
     অথবা,
    ৩. Female version
    বিস্তারিত »

    ফ্রি এসএমএস পাঠান বাংলাদেশ সহ বিশ্বের যেকোনো দেশে

    এর আগে আলোচনা করেছিলাম কিভাবে ফ্রি কল করা যায়, এবার আসুন ফ্রি এসএমএস পাঠাই......
    প্রথমে নিচের লিঙ্ক এ ক্লিক করুন...
    link
     skip ad এ ক্লিক করুন।।
    এবার যে দেশে এসএমএস পাঠাবেন সেটা ক্লিক করুন.........
    এবার এসএমএস করুন ইচ্ছেমত............


    বিস্তারিত »

    Pen drive যদি format করা না যায় তখন কি করবেন?

    অনেক সময় আমরা পেন ড্রাইভ, মেমোরি কার্ড অথবা অন্য যেকোনো USB ড্রাইভ ফরম্যাট করতে চাইলে আমরা মাঝে মধ্যে যে সমস্যার সম্মুখীন হই , তা হল আমরা যখন নিচের পদ্ধতিতে ফরম্যাট করি তখন ফরম্যাট করা যায়না।
    1. Right click on usb drive>format>start

    কিন্তু মাঝে মধ্যে এভাবে ফরম্যাট করা সম্ভব হয়না, অথবা নিচের মেসেজটা  দেখায়,

    "The selected drive cannot be formatted"
    তখন নিচের যেকোনো পদ্ধতি  অনুসরণ করুন.........

    পদ্ধতি ১ -
    My computer আইকন এর উপর right click করুন > Manage এ click করুন > disk management এ click করুন > এখন যে drive ফরম্যাট করবেন তার উপর right click করে format এ ক্লিক করুন।


     পদ্ধতি২- 


    start menu তে ক্লিক করুন >run এ ক্লিক করুন > cmd লিখে এন্টার চাপুন। তারপর নিচের মত লিখে এন্টার চাপুন।

    যেমনঃ format H: /FS:FAT32 /x
    এখানে, H এর স্থানে আপনার ড্রাইভ এর নাম লিখুন ।
    বি দ্রঃ আপনার ড্রাইভ এর নাম my computer এ গিয়ে দেখে নিন। নিচের ছবির সাহায্য নিন





    পদ্ধতি ৩-
    start menu তে ক্লিক করুন >run এ ক্লিক করুন  > cmd     লিখে Enter বাটন চাপ দিন।
    যেভাবে আছে ঠিক সেখান থেকে নিচের মত লিখুনঃ
    format+স্পেস+আপনার ড্রাইভ এর নাম+:

    যেমনঃ  format H:
    লক্ষনিয়ঃ অবশ্যই সবার শেষে  : চিহ্নটি দিতে ভুলবেন না।

    আজ এই পর্যন্ত, খুব সহজ ভাবে ব্যাখ্যা করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি, এর পরও  যদি কারো সমস্যা হয়ে থাকে, তাহলে মন্তব্য করবেন।
                                                                                                                    Saju Ahmad
                                                                                                                     
     
    বিস্তারিত »

    আসুন ফ্রি কল করি যেকোনো মোবাইলে ।

    প্রথমে নিচের লিঙ্ক এ ক্লিক করুন
    http://adf.ly/12Le8


     তারপর নিচের পেজ ওপেন হলে সেখানে যাকে কল করবেন তার মোবাইল নাম্বার ( country code সহ ) লিখুন। এবার dial বাটন এ ক্লিক করুন। ছোট্ট একটা ad আসবে। তারপর অটোমেটিক কল শুরু হবে।

     বি দ্রঃ  দিনে ২ টার বেশী ফ্রি কল করা যাবেনা
    বিস্তারিত »

    Remove করূন কম্পিউটার password


    কম্পিউটার ব্যবহার করেন কিন্তু password ভুলে সমস্যার সম্মুখীন হয়নি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন
     তাই 'Saoronnoj' এর এবারের আয়োজন  "Remove করূন কম্পিউটার password"
     এখানে আমরা ৩ টা পদ্ধতি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ
    , প্রথম পদ্ধতিটি শুধু মাত্র তাদের জন্য যারা কম্পিউটার হার্ডওয়্যার সম্পরকে মোটামুটি ধারনা রাখেন

    মাদারবোর্ডে ভাল করে খেয়াল করলে একটি ব্যাটারি দেখতে পাবেন। এটা দেখতে হাতঘড়ির ব্যাটারির মতো। খুব সাবধানে ব্যাটারিটি খুলে ফেলুন (অবশ্যই কম্পিউটার বন্ধ থাকা অবস্থায়)। ৩০ মিনিট পর ব্যাটারিটি লাগিয়ে কম্পিউটার চালু করুন। দেখবেন   password আর নাই। তবে কিছু কিছু মাদারবোর্ডে ক্যাপাসিটর দেওয়া হই, এই টাইপের মাদারবোর্ড এ ৩০ মিনিট কাজ করেনা তাই এই টাইপের মাদারবোর্ড গুলোতে ব্যাটারি খুলে একদিন রেখে দিন। একদিন পর ব্যাটারিটি লাগিয়ে কম্পিউটার চালু করুন ,দেখবেন password মুছে গেছে।     

    বি দ্রঃ  বর্তমানে latest কিছু মাদারবোর্ডে এ পদ্ধতি কাজ করেনা বিশেষ করে laptop এ ব্যাটারি খুলার মাধ্যমে password মুছা যায়না।
                                                                                        চলবে..................
                                                                                                                          



    বিস্তারিত »

    Your IP